ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষার্থীদের ওপর চড়াও পুলিশ, প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ১৭ জুলাই ২০২৪  
শিক্ষার্থীদের ওপর চড়াও পুলিশ, প্রতিবাদে সড়ক অবরোধ

সকাল থেকে রাজধানীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিল কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে কয়েক দফা পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। বিকেল পর্যন্ত এভাবেই ছিলো। সন্ধ্যার দিকে পরিস্থিতি উল্টে যায়। শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যার দিকে পুলিশ তাদের ওপর চড়াও হয়। টিয়ারসেল নিক্ষেপ করে। পরে তারা আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রেখেছে।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত পরিস্থিতি থমথমে রয়েছে।

বুধবার বেলা পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। তারা কাজলা বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, সোহরাওয়ার্দী কলেজ যাত্রাবাড়ী আইডিয়ালসহ আশপাশের কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান করেন। 

তোলারাম কলেজের শিক্ষার্থী সাব্বির জানান, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। গতকালও এভাবে করেছি। পুলিশ হঠাৎ আমাদের ওপর চড়াও হয়। তারা টিয়ারটেল নিক্ষেপ করে। এতে একজন আহত হয়েছে।

এদিকে, শিক্ষার্থীরা রাস্তার পাশে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করেছে। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার কাছে একটি বক্সেও ভাঙচুর করেছে।

মামুন/এনএইচ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়