ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঐতিহাসিক টেস্ট জয়ে শান্তকে প্রধান উপদেষ্টার ফোন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ৩ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৬:২৯, ৩ সেপ্টেম্বর ২০২৪
ঐতিহাসিক টেস্ট জয়ে শান্তকে প্রধান উপদেষ্টার ফোন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।

তিনি আরও বলেন, বাংলাদেশ দল দেশে ফেরার পর সংবর্ধনা দেওয়া হবে।

রাওয়ালপিন্ডি টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো তাদের টেস্টে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে স্বাগতিকদের তাদেরই মাটিতে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবাল টাইগাররা। সিরিজের দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের জয় তুলে নিয়ে ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানকে যে কোনো সিরিজে হারাল নাজমুল শান্তর দল।
 

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়