ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র সচিব

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ১৫ সেপ্টেম্বর ২০২৪  
উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র সচিব

অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এক মাসের একটু বেশি সময় হলো। এই অবস্থায় সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে অবহিত করা হয়েছে।পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে পারে সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন সাংবাদিকদের এ কথা বলেন।

আরো পড়ুন:

তিনি বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের ফলে আমরা যে নতুন  বাংলাদেশ পেয়েছি, তারপরের ধারাবাহিকতাগুলো আজকের বৈঠকে তুলে ধরা হয়েছে।আমাদের পক্ষ থেকে আর্থিক সেক্টরের পুনর্গঠনের বিষয়টি উপস্থাপন করা হয়েছে। প্রতিনিধিদল তাদের সরকারের পক্ষ থেকে আর্থিক সেক্টরের পুনর্গঠনের আশ্বাস দিয়েছে।

সচিব বলেন, আজকের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, শ্রম পরিবেশ, রোহিঙ্গা জনগোষ্ঠী সমাধানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া রিভার ল বিষয়ে তাদের অবহিত করা হয়েছে, তারা নোট নিয়েছে। ডিএফসি নিয়ে সাধারণ আলোচনা হয়েছে।

পররাষ্ট্র সচিব জানান, বৈঠকে বাংলাদেশের সাথে একটি উন্নয়ন সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে বৈঠকে প্রাথমিক আলাপ হয়েছে বলেও জানান সচিব। তিনি বলেন, আজ এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, উভয়পক্ষ এ বিষয়টি নিয়ে কাজ করবে।

সচিব বলেন, আজ বিকেলে বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সাথে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক হবে। আশা করি ওই বৈঠকেও এ বিষয়ে আলোচনা হতে পারে।

সচিব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে চায়। এক্ষেত্রে কি ধরনের প্রক্রিয়া হতে পারে সে বিষয়ে আজ প্রাথমিক আলোচনা হয়েছে।

/হাসান/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়