ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সব মন্ত্রণালয়ে শুদ্ধি অভিযানের পরিকল্পনা আছে: শিক্ষা উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৭:৫৫, ১ জানুয়ারি ২০২৫
সব মন্ত্রণালয়ে শুদ্ধি অভিযানের পরিকল্পনা আছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

শিক্ষাসহ সব মন্ত্রণালয়ে শুদ্ধি অভিযান চালানোর পরিকল্পনা আছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার (১ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।

শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে শিক্ষার্থীদেরকে যেসব বিনামূল্যের বই দেওয়া হয়, এখন থেকে তা আর বিদেশে ছাপানো হবে না।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “বই ছাপার বাণিজ্যকে উন্মুক্ত করে তা আরও সুশৃঙ্খল করার চেষ্টা থাকবে।” 

তিনি জানান, উন্নত মানের ছাপা, কাগজ ও মলাটের ব্যবস্থা করা হবে। এখন থেকে দেশের ভেতরেই বই ছাপানো হবে।

শিক্ষা উপদেষ্টা জানান, মুদ্রণ শিল্পের ব্যবসায়ীদের সঙ্গে জড়িত দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের মধ্যে অনেককে বদলি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আগের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য দুদককে বলা হবে।

বই বিতরণের ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “আগের বাজারমূল্যে বই ছাপা হয়েছে। যারা আমাদের কাজে প্রতিবন্ধকতা তৈরি করেছে, তাদের তালিকা করে আগামী বছর যারা সরকারে থাকবেন, তাদের দেওয়া হবে।”

শিক্ষা উপদেষ্টা জানান, পাঠ্যবইয়ে দলীয় রাজনীতি নিরপেক্ষভাবে রাখা হয়েছে। নবম ও দশম শ্রেণিতে সাধারণ গণিত ও বিজ্ঞান পড়ানোর পাশাপাশি এবার উচ্চতর গণিত ও বিজ্ঞানও পড়ানো হবে।

ঢাকা/হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়