ঢাকা     বুধবার   ১২ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন আলীমুজ্জামান ও সোহেল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ১৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:৫৪, ১৮ জানুয়ারি ২০২৫
গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন আলীমুজ্জামান ও সোহেল

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ আলীমুজ্জামান এবং সাংবাদিক মিজানুর রহমান সোহেল।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গ্লোবাল স্টার কমিউনিকেশনের আয়োজনে এবার সিজন-২ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পদক ও সম্মাননা তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান ও আয়োজক প্রতিষ্ঠান গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি এ আর এম আলিফ সুমন, চ্যানেল আইয়ের পরিচালক কনা রেজা, একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম, এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) তাশিক আহমেদ উপস্থিত ছিলেন।

এবার লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ দ্য রিয়েল কনসালটেশনের লিড কনসালটেন্ট মো. আলীমুজ্জামান। তিনি দীর্ঘদিন ধরে ভ্যাট সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরলস পরিশ্রম করে আসছেন। তার নেতৃত্বে দেশের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী এবং পেশাজীবীদের জন্য ভ্যাট প্রদান প্রক্রিয়া সহজতর করতে ধারাবাহিক সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

তিনি জেসিআই বাংলাদেশ এবং ই-ক্যাব-এর সদস্যদের জন্য বিশেষায়িত সেমিনার পরিচালনা করে ভ্যাট কমপ্লায়েন্সের গুরুত্ব তুলে ধরেছেন। পাশাপাশি, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ভ্যাট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ এবং পরামর্শমূলক কর্মশালা আয়োজন করেছেন।

তার কাজ কেবল প্রশিক্ষণেই সীমাবদ্ধ নয়। ভ্যাট সচেতনতা নিয়ে তিনি নিয়মিতভাবে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কলাম লিখছেন এবং টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছেন। তার উদ্যোগে চালু হওয়া ভ্যাটবন্ধু নিউজ নামের অনলাইন পোর্টালটি ভ্যাট সংক্রান্ত তথ্য ও খবরের জন্য একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে পরিচিতি লাভ করেছে।

ভবিষ্যতে ভ্যাট কমপ্লায়েন্স ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে তিনি ঘোষণা করেছেন মিশন ২০৩০। এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে-ভ্যাট কমপ্লায়েন্স এবং অডিট ফেসিং-এর জন্য গাইডলাইন তৈরি।

অনলাইন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক ভোরের কাগজের হেড অব অনলাইন মিজানুর রহমান সোহেল। তিনি তিন দশকেরও বেশি সময়ের পুরাতন পত্রিকা ভোরের কাগজের অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগের অগ্রগতি জন্য ২০২৩ সালের ১ আগস্ট যোগদান করেন। এর আগে তিনি দীর্ঘ ৭ বছর শীর্ষ গণমাধ্যম দৈনিক যুগান্তরের অনলাইন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার দায়িত্ব নেওয়ার পর দৈনিক যুগান্তর অনলাইনের র‍্যাংক ও রেভিনিউ গ্রোথ দ্রুত বৃদ্ধি পাওয়াতে তিনি ব্যাপক আলোচনায় চলে আসেন।

দেশের প্রথম সারির অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও টেলিভিশনের অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের ফ্ল্যাগশিপ সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’-এর সাধারণ সম্পাদক হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন। মিজানুর রহমান সোহেল তার দীর্ঘ দুই দশক লেখালেখি ও সাংবাদিকতা পেশায় দৈনিক যুগান্তর, দৈনিক ইত্তেফাক, সাপ্তাহিক রোববার, প্রিয় ডটকমসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি আত্মউন্নয়ন, ব্র্যান্ডিং ও মার্কেটিং, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি নিয়ে এখন পর্যন্ত তার ২৭টি বই প্রকাশিত হয়েছে। এ ছাড়া তিনি দেশের শীর্ষ পাবলিক রিলেশনস কোম্পানি টাইমস পিআর-এর প্রতিষ্ঠাতা ও সিইও।

আজীবন পেয়েছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা, উপমহাদেশের কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা এবং বিশিষ্ট ফটোগ্রাফার ও এনটিভির পরিচালক নুরুউদ্দিন আহমেদ।

এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়িকা শিমলা, উদীয়মান চিত্রনায়িকা নাবিলা ও চিত্রনায়ক জিয়াউল রওশন। সেরা চলচ্চিত্র পরিচালক হিসেবে পেয়েছেন কুসুম শিকদার। সংগীতে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী, রিজিয়া পারভিন, রক সংগীত শিল্পী মিলা, তরুণ সংগীত শিল্পী আবরার সাহির।

সেরা সংগীত পরিচালক হিসেবে পেয়েছেন ইমন শওকত। নাটকে সেরা চরিত্রে পেয়েছেন সাবিলা নূর, খাইরুল বাশার ও তরুণ নাট্যকার সামন্তী সুওমি। সেরা নাট্য পরিচালক হিসেবে মহিদুল মহিম। সেরা নৃত্য পরিচালক হিসেবে ইভান শাহরিয়ার সোহাগ, সেরা নৃত্যশিল্পী আনিকা কবির শখ। সেরা মডেল হিসেবে পেয়েছেন পিয়া জান্নাতুল ও তরুণ মডেল আহমেদ বিন সবুজ। ওয়েব সিরিজ অভিনয়ে সেরা অভিনেতা হিসেবে পেয়েছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ও সেরা অভিনেত্রী মৌসুমী হামিদ। ওয়েট ফ্লিম অভিনয়ে সেরা অভিনেত্রী রুনা খান ও অভিনেতা সজল নুর। সেরা এঙ্কর হিসেবে পেয়েছেন দেবাশীষ বিশ্বাস ও তমা রশিদ। সেরা ব্র্যান্ড প্রোমোটার হিসেবে সম্মাননা পেয়েছেন বারিশা হক।

ঢাকা/হাসান/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়