ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমিই বিপ্লবী সরকার হবো: কাফি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ১২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১২:১১, ১২ ফেব্রুয়ারি ২০২৫
আমিই বিপ্লবী সরকার হবো: কাফি

নুরুজ্জামান কাফি। ছবি ফেসবুক থেকে নেওয়া

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।  এ ঘটনার বিস্তারিত জানাতে পুড়ে যাওয়া বাড়িতে সাংবাদিকদের ডেকেছেন তিনি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের আহ্বান করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে তিনি আজ সকাল ১১টায় পটুয়াখালীর কলাপাড়া থানাধীন তার পোড়া বাড়িতে জেলার সাংবাদিকদের উপস্থিত থাকার আহ্বান জানান।

ফেসবুক স্ট্যাটাসে সংবাদ সম্মেলনের কথা জানান কাফি


সেখানে কাফি লেখেন, “আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দেব। মেসেজ সম্পূর্ণভাবে মানবে, নতুবা আমিই নিজেই বিকল্প হবো- আমিই বিপ্লবী সরকার হবো।”

এর আগে গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।  পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কাফির বাবা মাওলানা মো. এবিএম হাবিবুর রহমান। তবে কারা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়