ঢাকা     শনিবার   ১৫ মার্চ ২০২৫ ||  চৈত্র ২ ১৪৩১

গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে ডিএনসিসির প্রশাসক 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৩:৪০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে ডিএনসিসির প্রশাসক 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পঙ্গু হাসপাতালে যান ডিএনসিসির প্রশাসক। এর আগে ডিএনসিসিতে নতুনভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডের অন্তর্গত উত্তরখান এলাকা পরিদর্শন করেন মোহাম্মদ এজাজ। এ সময় তিনি ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগকে তিনটি স্থানে সীমানা নির্ধারণ ও একটি পার্ক, একটি খেলার মাঠ ও একটি কমিউনিটি কমপ্লেক্স নির্মাণের নির্দেশনা দেন।  

পার্কটি নির্মাণ করা হবে তেরমুখ সেতুর পাশে এবং কাঁচকুড়ার আমাইরা এলাকায় খেলার মাঠ ও একটি কমিউনিটি কমপ্লেক্স হবে।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ পবিত্র শবে বরাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও শাহ আলী মাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।

ঢাকা/এএএম/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়