ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৯ দা‌বিতে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ৫ মার্চ ২০২৫   আপডেট: ২২:০৯, ৫ মার্চ ২০২৫
৯ দা‌বিতে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের বিক্ষোভ

মহার্ঘ ভাতাসহ নয় দফা দা‌বি দ্রুত বাস্তবায়ন এবং ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বিদ্যমান সঞ্জীবনী প্রশিক্ষণ কর্মসূ‌চি বাতিলের প্রতিবাদে স‌চিবাল‌য়ে বি‌ক্ষোভ ক‌রে‌ছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

বুধবার (৫ মার্চ) সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবির, মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের নেতৃ‌ত্বে বি‌ক্ষোভ মি‌ছিল বের করা হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শতাধিক কর্মকর্তা-কর্মচারী বি‌ক্ষো‌ভে অংশ নেন।

প‌রে সভাপতি মো. বাদিউল কবিরের নেতৃত্বে নেতারা দা‌বি দাওয়া নি‌য়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলমের সাথে দেখা ক‌রেন।

এ সময় তি‌নি আন্দোলনরত প‌রিষ‌দের নেতা‌দের আশ্বস্ত করে বলেন ‘সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্স’ বাতিল হবে না এবং নয় দফা যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করা হ‌বে।

এর আগে, স‌চিবাল‌য়ের ৪ নং ভবনের ক্যান্টিনে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের এক সভা অনু‌ষ্ঠিত হয়।

পরিষদের মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ সঞ্চলনায় পরিষদের সভাপতি বাদিউল কবিরের সভাপ‌তি‌ত্বে সভায় দ্রুত সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিলের আদেশ প্রত‌্যাহা‌রের দা‌বি করা হয়।

তাছাড়া মহার্ঘ ভাতা, পুরান পদ-পদবি সময়োপযোগী করা, দুদকের ন্যায় ন্যায্যমূল্যে কর্মচারী‌দের জন‌্য রেশন চালুসহ নয় দফা দা‌বি দ্রুত বাস্তবায়‌নের দা‌বি করা হয়। অন‌্যথায় আরো ক‌ঠোর কর্মসূচি দেওয়া হ‌বে ব‌লেও জানা‌নো হ‌য়ে‌ছে।

ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়