ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ৩০ মার্চ ২০২৫   আপডেট: ০৯:২৮, ৩১ মার্চ ২০২৫
রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

ফাইল ফটো

বাংলাদেশের আকাশে আজ রবিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে, আগামীকাল সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায়। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া শনিবার সকালে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সাংবাদিকদের বলেছেন, এবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস নেই। তারপরও কোনো কারণে আবহাওয়া খারাপ হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে।

ডিএসসিসির প্রশাসক আরো বলেন, এবার জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। মুসল্লিদের জন্য অজু করার জায়গা, শৌচাগার ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ঈদের প্রধান জামাত হবে আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (বাণিজ্য মেলার পুরনো মাঠ) সকাল সাড়ে ৮টায়।

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচটি জামাত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। এরপর এক ঘণ্টা পর পর একটি করে জামাত হবে। শেষ জামাত হবে সকাল পৌনে ১১টায়। 

গত বুধবার ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত হবে।

সকাল ৭টায় প্রথম ঈদ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

বসুন্ধরা আবাসিক এলাকায় ঈদের ১২ জামাত
বসুন্ধরা আবাসিক এলাকায় ঈদের নামাজের ১২টি জামাত হবে। প্রথম জামাত হবে মারকাজুল ফিকরিল ইসলামীতে (বড় মসজিদ) সকাল ৭টায়, উম্মে কুলসুম জামে মসজিদে (সি ব্লক) সকাল ৭টা ১৫ মিনিটে, এফ ব্লক জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, বায়তুল জান্নাত জামে মসজিদে (জি ব্লক) ৭টা ৪৫ মিনিটে, মদিনাতুল উলুমে (কে ব্লক) সকাল ৮টায়, ফকিহুল মিল্লাত জামে মসজিদে (এন ব্লক) সকাল সাড়ে ৮টায়, বায়তুল আবরার জামে মসজিদে (এম ব্লক) ৭টা ১৫ মিনিটে, আল আকসা জামে মসজিদ (আই ব্লক) ৭টা ১৫ মিনিটে, বাইতুল কারীম জামে মসজিদে (এল ব্লক) ৭টা ৪৫ মিনিটে, এল ব্লক জামে মসজিদ (এল ব্লক) ৮টা ১৫ মিনিটে, বাইতুস সালাম জামে মসজিদে (এল ব্লক) ৮টায় এবং বায়তুর রহমান জামে মসজিদে (এল ব্লক) সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদের নামাজের দুটি জামাত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় হবে। বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদ, ড. শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হলে সকাল ৮টায় ঈদুল ফিতরের পৃথক তিনটি জামাত হবে।

ধানমন্ডি এলাকায় ৭ নম্বর রোডের বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায়, ১৪ নম্বর রোডের সোবহানবাগ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, ৬ নম্বর রোডের ঈদগাহ জামে মসজিদে সকাল ৮টায়, ৩ নম্বর রোডের এনায়েত মসজিদে সকাল ৮টায় এবং তাকওয়া মসজিদে ঈদের দুটি জামাত সাড়ে ৭টা এবং ৮টায় হবে।

মিরপুর-১ এ টোলারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত হবে। মিরপুর-১ বাসস্ট্যান্ড বড় মসজিদে সকাল ৮টায়, শাহ আলী জামে মসজিদে সাড়ে ৮টায়, মিরপুর ১২ নম্বরের ডি ব্লক ঈদগাহ মাঠে সাড়ে ৭টায়, ২ নম্বর কমিউনিটি সেন্টারের লাল মাঠে সাড়ে ৭টায় ঈদের জামাত হবে। লালবাগ শাহি মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হবে।

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শোলাকিয়া ঈদগাহ পরিচালনা পর্ষদ সূত্র জানিয়েছে, শোলাকিয়ায় এবার ১৯৮তম ঈদের জামাত হবে। নামাজ শুরু হবে সকাল ১০টায়।

ঢাকা/হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়