ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দ্রুত ৯ দাবি পূরণের আহ্বান সচিবালয় সংযুক্ত পরিষদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৪, ৭ এপ্রিল ২০২৫  
দ্রুত ৯ দাবি পূরণের আহ্বান সচিবালয় সংযুক্ত পরিষদের

রেশনিং ব্যবস্থা চালু ও মহার্ঘ ভাতা দেওয়াসহ ৯ দাবি দ্রুত পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

সোমবার (৭ মার্চ) সচিবালয়ের বাদামতলায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠন‌টির নেতারা এসব দা‌বি জানান।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানান।

এ সময় তারা ব‌লেন, কয়েক মাস ধরে বঞ্চিত কর্মকর্তা- কর্মচা‌রীদের আর্থিক সুবিধা দেওয়া, নতুন পে-কমিশন গঠনের আগে পর্যন্ত ৫০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু, রেশনিং প্রথা চালু, অবসরের বয়স বাড়ানো, পদনাম পরিবর্তন ও পদোন্নতি, সচিবালয় ভাতাসহ আমরা ৯ দফা দাবি বাস্তবায়‌নের জন‌্য সংগ্রাম কর‌ছি। দা‌বি বাস্তবায়‌নের আশ্বাসও দেওয়া হ‌য়ে‌ছে, কিন্তু এখনো আমা‌দের দা‌বি পূরণ করা হয়‌নি। ব‌ঞ্চিত কর্মকর্তা-কর্মচা‌রীদের ন‌্যায‌্য ৯ দফা দা‌বি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানচ্ছি।

অনুষ্ঠানে আরা বক্তব্য রাখেন প‌রিষদ নেতা মো. তৌহিদুর রহমান, মো. বেলাল হোসেন, মানজার হোসেন, মো. নুরুজ্জামাল, তোফাজ্জল হোসেন, মো. নজরুল ইসলাম, গোলাম রব্বানী শাহিন, সুমন, জিয়াউর রহমান প্রমুখ।

এ সময় স‌চিবাল‌য়ের কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাকর্মী ছাড়াও সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়