ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমকে জিজ্ঞাসাবাদ কর‌ছে দুদক

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ২২ মে ২০২৫   আপডেট: ১৪:১৪, ২২ মে ২০২৫
উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমকে জিজ্ঞাসাবাদ কর‌ছে দুদক

দুর্নী‌তির অ‌ভি‌যো‌গে স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ কর‌ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ক্ষমতার অপব‌্যবহার ক‌রে ঘুষ দুর্নী‌তির অ‌ভি‌যো‌গে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব ক‌রে‌ছিল দুদক টিম। তারই ধারাবা‌হিকতায় বৃহস্প‌তিবার সাড়ে এগারোটার দিকে তি‌নি রাজধানীর সেগুনবা‌গিচাস্থ দুদকের প্রধান কার্যাল‌য়ে আ‌সেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তা‌কে দুর্নী‌তির বিষ‌য়ে জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে।

ক‌মিশ‌নের ডেপু‌টি ডাই‌রেক্টর আকতারুল ইসলাম এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বর্তমান পিও ডা. মাহমুদুল হাসান ও সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরু‌দ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। 

অ‌ভি‌যোগ আম‌লে নিয়ে তা‌দের বিরু‌দ্ধে অনুসন্ধা‌নের সিদ্ধান্ত নেয় দুদক। এ জন্য দুদক আলাদা টিমও গঠন করে। সেই অনুসন্ধা‌নের ধারাবাহিকতায় অ‌ভি‌যো‌গের বিষ‌য়ে জিজ্ঞাসাবা‌দের জন‌্য তা‌দের দুদ‌কে হা‌জির হ‌তে বলা হয়। ডা. মাহমুদুল হাসান, তুহিন ফারাবিকে গত ২০ মে, গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে এবং মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।

জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হ‌লেও নির্ধা‌রিত সম‌য়ে মাহমুদুল হাসান, তুহিন ফারাবি আ‌সেন‌নি। পর‌দিন তারা দুদ‌কে হা‌জির হন। দুদক টিম অ‌ভি‌যো‌গের বিষ‌য়ে জিজ্ঞাসাবাদ ক‌রেন। একই‌দিন হা‌জির হন গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরও। তিনজনই অ‌ভি‌যো‌গের বিষ‌য়ে অস্বীকার ক‌রে নি‌জে‌দের নি‌র্দোষ দা‌বি ক‌রেন। এবং ব‌্যক্তিগত কারণ দে‌খি‌য়ে মাহমুদুল হাসান পদত‌্যা‌গ কর‌বেন ব‌লেও জানান।

উল্লেখ্য, গাজী সালাউদ্দীন তানভীরের বিরু‌দ্ধে অভিযোগ ওঠায় তা‌কে গত ২১ এপ্রিল দল থেকে সাময়িক অব্যাহতি দেয় এন‌সি‌পি।

ঢাকা/নঈমুদ্দীন// 


সর্বশেষ

পাঠকপ্রিয়