ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদের পর কর্মজীবীদের ঢাকায় ফেরা শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ১০ জুন ২০২৫   আপডেট: ১২:৪১, ১০ জুন ২০২৫
ঈদের পর কর্মজীবীদের ঢাকায় ফেরা শুরু

ঢাকা ফিরছে মানুষ

ঈদুল আজহার ছুটি শেষে ধীরে ধীরে ঢাকায় ফিরতে শুরু করেছেন বেসরকারি চাকরিজীবীরা। সরকারি ছুটি চললেও কর্মস্থলের ডাক পড়ায় আগেভাগেই ফেরার প্রস্তুতি নিচ্ছেন অনেকে। ঈদের দুই দিন পেরিয়ে গেলেও ঢাকামুখী মানুষের ভিড় এখনো তেমন চোখে পড়ছে না।

মঙ্গলবার (১০ জুন) রাজধানীর গুলিস্তান, ধোলাইপাড়, রায়েরবাগ, যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাসগুলো কম আসছে। যে কটি আসছে, সেগুলোর অধিকাংশেই যাত্রীতে সংখ্যা পূর্ণ নয়। যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ফিরছেন, কোথাও যানজট বা ভোগান্তির খবরও পাওয়া যায়নি।

আরো পড়ুন:

ইমাদ পরিবহনের চালক মো. রফিক জানান, আজ যাত্রী কিছুটা বেড়েছে ঠিকই, তবে এখনো পুরো বাস ভর্তি হচ্ছে না। রাস্তাও ফাঁকা, যাত্রা স্বস্তির।

ফরিদপুর থেকে ঢাকায় ফিরেছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কবির হোসেন। তিনি বলেন, ‘‘আজ থেকে অফিস শুরু, তাই সকালে রওনা দিয়েছি। ভাড়া কিছুটা বেশি লেগেছে কিন্তু যাত্রা ভালো ছিল। বাসে উঠে দেখি অর্ধেক সিটই ফাঁকা।’’ 

বাস মালিকদের সংগঠন ঢাকা বাস মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য মাইদুল ইসলাম বলেন, ‘‘ফিরতি যাত্রায় এখনো তেমন চাপ পড়েনি। দু-একজন করে ফিরছেন। তবে ধারণা করছি, বৃহস্পতিবার (১৩ জুন) থেকে ঢাকামুখী যাত্রী বাড়বে।’’ 

তিনি আরো বলেন, ‘‘যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বেশ কিছু ব্যবস্থা নিয়েছি। অতিগতিতে চালানো বা অতিরিক্ত জ্বালানি খরচ করা গাড়িগুলো শনাক্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।’’ 

চলতি বছর ঈদুল আজহার সরকারি ছুটি শুরু হয়েছে ৫ জুন থেকে এবং চলবে ১৪ জুন পর্যন্ত। ফলে অনেকে এখনো পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে বেসরকারি চাকরিজীবীদের একাংশ কর্মস্থলের প্রয়োজনে আগেভাগে ঢাকায় ফিরছেন। 

ঢাকা/এএএম/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়