কলাবাগানে বাথরুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
রাজধানীর কলাবাগানের গ্রিনকর্নার এলাকায় মোহাম্মদ মজিব আহাম্মেদ (২৭ বছর) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুরে তার মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃতের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পাঁচপাড়া গ্রামে। তার পিতার নাম তোফায়েল আহমেদ। ৫৩ গ্রিনকর্নার এলাকার একটি বাসার পাঁচতলায় থাকতেন এবং একটি দোকানের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন তিনি।
কলাবাগান থানার উপ পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, “আমরা খবর পেয়ে রবিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে কলাবাগানের ৫৩ গ্রিনকর্নার এলাকার একটি পাঁচতলা ভবনের ১ নম্বর রুমের মেঝের বিছানার উপর থেকে চিৎ অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, “মৃত যুবকের রুম পাটর্নার মেহেদী হাসান হৃদয় জানান, মৃত মজিব দোকান কর্মচারী ছিল। সে গতরাত ১১টার দিকে বাথরুমে যায়, অনেক সময় সে না আসায় বাথরুমের দরজা নক করি। দরজা না খোলায় ওই দরজা ভেঙ্গে দেখি লোহার আড়ার সঙ্গে প্লাস্টিক রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া। পরে আমরা ওকে নামিয়ে রুমে নিয়ে ফ্লোরের বিছানায় শুয়ে দেই। তবে কি কারণে আত্মহত্যা করেছে জানি না।”
ঢাকা/বুলবুল/মেহেদী