ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৬৪ জেলায় হবে জুলাই স্মৃতিস্তম্ভ: সংস্কৃতি উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ১৪ জুলাই ২০২৫   আপডেট: ১৫:০৬, ১৪ জুলাই ২০২৫
৬৪ জেলায় হবে জুলাই স্মৃতিস্তম্ভ: সংস্কৃতি উপদেষ্টা 

সোমবার গণভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে দেশের ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সোমবার (১৪ জুলাই) গণভবনে ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। আজ থেকেই নির্মাণকাজ শুরু হচ্ছে বলেও তিনি জানান। 

সংস্কৃতি উপদেষ্টা বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ থেকে এ নির্মাণকাজ শুরু হচ্ছে এবং আগামী ৪ আগস্টের মধ্যে সব জেলায় এটি সম্পন্ন হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, জুলায়ে নারী যোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ হাতে নিয়েছে মন্ত্রণালয়। এছাড়া, সমাজ কল্যাণ মন্ত্রণলায়ে কাজ করবে জুলাই কন্যারা।

ঢাকা/কেএন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়