ভোটার হতে আবেদন করেছেন ৪৮ হাজার প্রবাসী
ফাইল ফটো
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, নয়টি দেশ থেকে ৪৮ হাজার ৮০ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে ভোটার হয়েছেন ১৭ হাজার ৩৬৭ জন।
মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
এস এম হুমায়ুন কবীর বলেছেন, নতুন করে পাঁচটি দেশে ভোটার নিবন্ধনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া গেছে। সেগুলো হলো- ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, যুক্তরাষ্ট্র ও মালদ্বীপ। এখন ইকুইপমেন্ট তৈরির কাজ চলছে।
তিনি বলেন, সবগুলো দূতাবাসে ভোটার আইডির কাজ চালানোর সম্মতিও পেয়েছি। জাপানের পাবলিক আইপি পেতে একটু সময় লাগবে। আমি আশাবাদী, এ মাসের মধ্যে হবে।
এনআইডির মহাপরিচালক বলেন, বর্তমানে নয়টি দেশে কার্যক্রম চলছে এ পর্যন্ত ৪৮ হাজার ৮০ জনের আবেদন পাওয়া গেছে। ২৯ হাজার ৬৪৬ জনের বায়োমেট্রিক তথ্য নেওয়া হয়েছে। ১৭ হাজার ৩৬৭ জনকে ভোটার করে নেওয়া হয়েছে।
ঢাকা/হাসান/রফিক