ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পর্যবেক্ষক সংস্থা চেয়ে নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ২৭ জুলাই ২০২৫   আপডেট: ০৮:২৮, ২৭ জুলাই ২০২৫
পর্যবেক্ষক সংস্থা চেয়ে নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি

ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন নীতিমালা অনুযায়ী স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নতুনভাবে নিবন্ধন পেতে আগ্রহী বেসরকারি সংস্থাগুলোকে আগামী ১০ আগস্ট বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর নির্ধারিত ফরম (EO-1) পূরণ করে আবেদন করতে বলা হয়েছে।

আরো পড়ুন:

শনিবার (২৬ জুলাই) ইসির জনসংযোগ শাখা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

ইসি জানিয়েছে, সদ্য প্রণীত ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ অনুসারে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার নতুন নীতিমালার মাধ্যমে ২০২৩ সালের পুরোনো নীতিমালা বাতিল করে এবং পূর্বের সংস্থাগুলোর বৈধতা স্থগিত করে নাসির উদ্দিন কমিশন।

নতুন নীতিমালার আওতায় এবার থেকে যোগ্যতা সম্পন্ন সংস্থাগুলোর আবেদন যাচাই করে পুনর্নিবন্ধন দেওয়া হবে।

আগামী ১০ আগস্ট বিকাল ৫টার মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর স্থানীয় পর্যবেক্ষক নিবন্ধনের আবেদন ফরম (EO-1) এ আবেদন দাখিল করতে হবে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং আবেদন ফরম (EO-1) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় (কক্ষ নং-১০৫) এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.ecs.gov.bd -তে পাওয়া যাবে।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে পর্যবেক্ষক নিবন্ধন প্রথা শুরু করে ইসি। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। ওই নির্বাচনে দেশি পর্যবেক্ষক ছিল ১ লাখ ৫৯ হাজার ১১৩ জন। দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় ২০১৪ সালে ৩৫টি সংস্থার ৮ হাজার ৮৭৪ জন পর্যবেক্ষক ভোট দেখেছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৮টি নিবন্ধিত সংস্থার মধ্যে ৮১টি দেশি সংস্থার ২৫ হাজার ৯০০ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন।

সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে ৯৬টি নিবন্ধিত সংস্থার মধ্যে ৮০টির মতো সংস্থার ২০ হাজার ২৫৬ জন ভোট দেখেছেন।

ঢাকা/হাসান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়