ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা তৈরির কাজ শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ২ সেপ্টেম্বর ২০২৫  
ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা তৈরির কাজ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরির কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। মাঠপর্যায়ের কর্মকর্তাদের ৩০ অক্টোবরের মধ্যে তথ্য সংগ্রহ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরে জারি করা চিঠি দেশের সব জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পৌঁছেছে।

আরো পড়ুন:

চিঠিতে বলা হয়েছে, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের জন্য প্রয়োজনীয় প্যানেল তৈরি করতে হবে। এজন্য সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর শ্রেণিভিত্তিক তালিকা সংগ্রহ করতে হবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।

ঢাকা/এএএম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়