ঢাকাসহ সারা দেশে বৃষ্টির আভাস
দেশে মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর ঢাকায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রংপুর ও ময়মনসিংহের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। সারা দেশের কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী ২১ সেপ্টেম্বর রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।
এরপর দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ৩৭ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলা ও বরিশালের থেপুপড়ায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা/ইভা