ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উত্তর বাড্ডায় বদ্ধ ঘরে মিলল নারী-পুরুষের মরদেহ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ২ নভেম্বর ২০২৫   আপডেট: ১৭:৩৫, ২ নভেম্বর ২০২৫
উত্তর বাড্ডায় বদ্ধ ঘরে মিলল নারী-পুরুষের মরদেহ

প্রতীকী ছবি

রাজধানীর উত্তর বাড্ডায় একটি বাড়ি থেকে সাইফুল (৩০) ও শাকিলা (২৮) নামে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, সকাল ১১টার দিকে সংবাদ পেয়ে উত্তর বাড্ডা পূর্বাঞ্চল-২ নম্বর লেনের ওই বাড়িতে যায় পুলিশ। এ সময় তৃতীয় তলায় বাসাটির দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। দরজা খুলে অর্ধগলিত দুটি মরদেহ দেখতে পাওয়া যায়।

তিনি জানান, তারা দুজন সম্পর্কে কি হয় তা বিস্তারিত জানা যায়নি। প্রাথমিকভাবে যতটুক জানা গেছে তারা স্বামী-স্ত্রী নয়। তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঢাকা/এমআর/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়