ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়ক ছাড়লেন ইবতেদায়ি শিক্ষকরা, যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ২ নভেম্বর ২০২৫  
সড়ক ছাড়লেন ইবতেদায়ি শিক্ষকরা, যান চলাচল স্বাভাবিক

চার ঘণ্টা অবরোধের পর প্রেস ক্লাবের সামনের সড়ক ছেড়েছেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। ফলে, যান চলাচল স্বাভাবিক হয়েছে।

রবিবার (২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় সড়ক ছাড়ার ঘোষণা করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ঐক্য জোটের সভাপতি কাজী মোখলেছুর রহমান।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘‘সচিবালয়ে আমরা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামের সঙ্গে আলোচনা করেছি। তিনি দাবি মানার আশ্বাস দিয়েছেন। আগামী সাত তারিখ শিক্ষা উপদেষ্টা দেশে ফিরলে বাকি বিষয়ে আলোচনা হবে। এখন লং মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে, আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আজকে আমাদের শান্তিপূর্ণ লং মার্চে পুলিশের বাঁধা দেওয়ার প্রতিবাদে আগামীকাল দুপুর ১২টায় প্রেস ক্লাবের সামনে থেকে আবার বিক্ষোভ মিছিল বের করা হবে।’’

ইবতেদায়ি শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে-

১. চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে।

২. এমপিওভুক্তির জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ যে ১০৮৯টি প্রতিষ্ঠানের নথি প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠিয়েছে তার দ্রুত অনুমোদন দিতে হবে।

৩. অনুদানহীন স্বীকৃত এবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

৪. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে।

৫. এবতেদায়ি মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।

ঢাকা/রায়হান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়