জনগণের সহজে ভূমিসেবা নিশ্চিত করতে হবে: সিনিয়র সচিব
ভূমি প্রশাসন ব্যবস্থার আধুনিকায়নের মূল লক্ষ্য হচ্ছে নাগরিকদের কাছে সহজ, দ্রুত ও স্বচ্ছ ভূমিসেবা পৌঁছে দেওয়া বলে উল্লেখ করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ।
তিনি বলেন, “সরকারের লক্ষ্য হলো জনগণের দোরগোড়ায় ভূমিসেবা বাস্তবায়ন করা, যাতে সাধারণ মানুষ ঘরে বসেই অনলাইনে সকল ভূমিসংক্রান্ত সেবা নিতে পারেন।”
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কম্পিউটার ল্যাবে ‘মানোন্নীত অটোমেটেড ভূমিসেবা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন তিনি।
রংপুর বিভাগের চারটি জেলা-রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম-এবং খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার ৫০ জন কর্মকর্তা-কর্মচারী (অতিরিক্ত জেলা প্রশাসক থেকে কম্পিউটার অপারেটর পর্যায় পর্যন্ত) এই প্রশিক্ষণে অংশ নেন। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।
সিনিয়র সচিব বলেন, “বাংলাদেশের ভূমিসেবা এখন প্রায় সম্পূর্ণরূপে ডিজিটাল রূপ নিয়েছে। নাগরিক ভূমিসেবা কেন্দ্রসহ জেলা প্রশাসকের কার্যালয়ে অনলাইন সেবার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে নতুন কেন্দ্র স্থাপনও চলছে। তবে শুধুমাত্র প্রযুক্তি নয়, বরং জনসচেতনতা, সেবাদাতাদের আন্তরিকতা এবং দক্ষ জনবলের সমন্বয়ই ভূমিসেবা ব্যবস্থাকে আরো কার্যকর করবে।”
তিনি আরো বলেন, “এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়ানো, যাতে তারা নিজ নিজ কর্মস্থলে গিয়ে সহকর্মীদের প্রশিক্ষণ দিতে পারেন। এতে জ্ঞান দ্রুত ছড়িয়ে পড়বে, এবং প্রশাসনের সব স্তরে অটোমেটেড সেবার সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত হবে।”
সিনিয়র সচিব মনে করেন, “প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা শুধু প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করবেন না, বরং ব্যবস্থাপনা, যোগাযোগ এবং প্রশিক্ষণ প্রদানের কৌশলও শিখবেন। এতে নাগরিক ভোগান্তি কমবে, সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।
ঢাকা/এএএম/এসবি