পাখির খাদ্যের আড়ালে পাকিস্তান থেকে পপি বীজ এনে ধরা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সাড়ে ছয় কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ পপি বীজ আটক করেছে চট্টগ্রাম কাস্টমস। পাখির খাদ্য ঘোষণা দিয়ে আড়ালে পাকিস্তান থেকে পপি বীজের এই চালান আনার অপচেষ্টা হলে সম্প্রতি তা আটক করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর বৃহস্পতিবার (৬ নভেম্বর) জানায়, পাখি খাদ্য ঘোষণা দিয়ে পাকিস্তান থেকে দুই কনটেইনারে ৩২ হাজার ১০ কেজি পণ্য আমদানি করে চট্টগ্রামের কোরবানিগঞ্জের আদিব ট্রেডিং। এই চালান খালাসের জন্য বিল অব এন্ট্রি দাখিল করে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এমএইচ ট্রেডিং।
পণ্য চালানের ক্ষেত্রে গোপন সংবাদ থাকায় চট্টগ্রাম কাস্টমস হাউসের গোয়েন্দা শাখা চালানটি আটক করে। গত ২২ অক্টোবর আমদানিকারক মনোনীত সিঅ্যান্ডএফ এবং অফ ডক কর্তৃপক্ষের উপস্থিতিতে চালানের পণ্য পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭ হাজার ২০০ কেজি পাখি খাদ্য ফুড এবং ২৪ হাজার ৯৬০ কেজি পপি বীজ পাওয়া যায়।
এরপর পণ্যের নমুনা চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ দপ্তর, সমুদ্র বন্দর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ভৌত রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদনে উক্ত পণ্য দুটির মধ্যে একটি পণ্য পপি বীজ হিসেবে নিশ্চিত করা হয়েছে।
এই পণ্য চালানের ক্ষেত্রে কন্টেইনারের দরজার পাশে শুরুর দিকে পাখির খাদ্য দিয়ে পপি বীজ ঢেকে রেখে কৌশলে অবৈধভাবে আমদানি করার অপচেষ্টা করা হয়েছিল।
পপি বীজ অঙ্কুরোদগম উপযোগী হলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ‘ক’ শ্রেণির মাদক। এটি আমদানি নিষিদ্ধ পণ্য। ফলে পণ্য চালানটি চট্টগ্রাম কাস্টমস হাউস আটক করে। একইসঙ্গে পণ্যগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, পণ্যচালানটির ঘোষিত মূল্য ছিল ৩০ লাখ ২ হাজার ৪৮২ টাকা। কিন্তু প্রাপ্ত পণ্যের বাজার মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা। চট্টগ্রাম কাস্টমস হাউসের কার্যকর ব্যবস্থার ফলে চালানটি আটক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
ঢাকা/নাজমুল//