রাজধানীর সায়েদাবাদ-যাত্রাবাড়ী এলাকায় গণপরিবহন কম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনের মাধ্যমে বৃহস্পতিবার ‘লকডাউন’ কর্মসূচি ডেকেছে। এদিন সকাল থেকে রাজধানীর প্রবেশ পথ যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তায় মধ্যে রেখেছে। তবে সড়কে যানবাহন চলাচল কিছু কম। গণপরিবহন কিছুটা কম থাকায় কর্মব্যস্ত মানুষেরা দুর্ভোগ পড়েছে। যাত্রাবাড়ী-সায়েদাবাদ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
যাত্রাবাড়ী সায়েদাবাদ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি লকডাউনের বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে রয়েছে। মোড়ে মোড়ে বিএনপি নেতাকর্মীরা পাহাড়া দিচ্ছে, যাতে করে কেউ অরাজকতা সৃষ্টি করতে না পারে। মাঝে মধ্যে ছোট ছোট মিছিল ও স্লোগানের মাধ্যমে নেতাকর্মীরা উজ্জিবিত থাকতে দেখা গেছে। রাস্তায় অন্যান্য দিনের মতো মানুষের ভিড় নেই। কোথাও কোনো যানজটও নেই। যেসব গণপরিবহন সড়কে চলছে সেগুলোতে অফিস সময়ে ভিড় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ ছিল কম।
সায়েদাবাদা এলাকায় পরিবহন শ্রমিক সোহেল মিয়ার সঙ্গে আলাপকালে তিনি জানান। সবার মধ্যে একটু আতঙ্ক। এ কারণে সমিতির নির্দেশ থাকলে অনেক মালিক গাড়ি বের করতে দেয়নি। কারণ একটি গাড়ির ক্ষতি হলেও তো আর সমিতি ক্ষতিপূরণ দেবে না।
লাব্বাইক পরিবহনের চালক আবু তাহের বলেন, “সকাল থেকে যাত্রীর চাপ বেশি ছিল। কারণ অফিসগামী যাত্রী ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী চাপ কমেছে। বিকালে অফিস ছুটি হলে হয়ত কিছু যাত্রী পাওয়া যাবে।”
ঢাকা/নাজমুল/এসবি