ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বুধবার বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে ইসির সংলাপ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১৮ নভেম্বর ২০২৫   আপডেট: ১৩:০০, ১৮ নভেম্বর ২০২৫
বুধবার বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে ইসির সংলাপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল বুধবার (১৯) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই দিনে আরো ১০টি দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

তিনি জানান, চার দিনব্যাপী এ সংলাপে মোট ৪৮টি নিবন্ধিত দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন দুটি দল যুক্ত হওয়ায় এখন নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং তিনটি দলের নিবন্ধন বাতিল হয়েছে।

ইসি সূত্র জানিয়েছে, বুধবার সকালের অধিবেশনে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএজেএমপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।

বিকেলের পর্বে অংশ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়