ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীর আরমানিটোলায় হেলে পড়েছে ৬ তলা ভবন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ২১ নভেম্বর ২০২৫  
রাজধানীর আরমানিটোলায় হেলে পড়েছে ৬ তলা ভবন

পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলি এলাকায় ভূমিকম্পে একটি ছয় তলা ভবন হেলে পড়েছে। তবে, শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভবন হেলে পড়ার খবর পেয়ে সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

ফায়ার সার্ভিস তদন্ত করে জানিয়েছে, পুরনো ভবনটিতে বড় ধরনের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। কেবল পলেস্তারার আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। 

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকা এবং দেশের বিভিন্ন এলাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। তবে, ইউএসজিএস জানিয়েছে, এটি ৫.৫ মাত্রার ভূমিকম্প। কেন্দ্র নরসিংদী থেকে ১৪ কিলোমিটার দূরে। 

ভূমিকম্পে কসাইটুলিতে একটি ভবনের রেলিং ভেঙে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন। এ পর্যন্ত রাজধানীসহ সারা দেশে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঢাকা/এমআর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়