ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেসবুক পোস্টে মাহফুজ আলম

‘মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ২৩ নভেম্বর ২০২৫   আপডেট: ২১:১০, ২৩ নভেম্বর ২০২৫
‘মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে’

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার উল্লেখ করে তিনি বলেছেন, জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন, তারা ফ্যাসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন। 

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় দেওয়া ফেসবুক পোস্টে কথাগুলো লিখেছেন উপদেষ্টা মাহফুজ আলম।

মাহফুজ আলম লিখেছেন, ‘‘মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার। জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যাঁরা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন, তাঁরা ফ্যসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন। সমাজে, রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে।’’

‘‘তাসাওফপন্থী, ফকির, বাউলসহ ভিন্নমতাবলম্বীদের ওপর সব ধরনের জুলুম বন্ধ হোক,’’ লিখেছেন তিনি। 

তবে পোস্টে তিনি কোনো ঘটনার কথা উল্লেখ করেননি। 

ঢাকা/তারা

সর্বশেষ

পাঠকপ্রিয়