সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহারই আমাদের অঙ্গীকার: সিইসি
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই ইসির প্রতিশ্রুতি। তবে এই কাজ শুধু কমিশনের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে সফল করতে সংশ্লিষ্ট সবাইকে যৌথভাবে দায়িত্ব পালন করতে হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) নির্বাচন ভবনে স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে অনুষ্ঠিত পরিচিতিমূলক সভায় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘‘অতীত নিয়ে আমরা ঘাটাঘাটি করতে চাই না। ভুলভ্রান্তি হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই। এবার একটি সুপারভাইজারি মেকানিজম থাকছে, সরকারি পর্যায়ের অফিসিয়াল ব্যবস্থাও থাকবে।’’
তিনি জানান, পর্যবেক্ষকদের চোখ ও মূল্যায়ন ইসির জন্য গুরুত্বপূর্ণ। তার ভাষায়, ‘‘আপনাদের চোখ যদি সঠিক না হয়, আমাদের নির্বাচনের চিত্রও বিকৃত হবে। তাই পর্যবেক্ষণে যারা থাকবেন তারা যেন পেশাদারি মান বজায় রাখেন।’’
পর্যবেক্ষকদের ন্যূনতম বয়স ২১ বছরে নামিয়ে আনার বিষয় উল্লেখ করে সিইসি বলেন, ‘‘নতুনদের অনেকেই অভিজ্ঞ নন। তাই সংস্থাগুলোর প্রতি অনুরোধ প্রথমেই পর্যবেক্ষকদের যথাযথ ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ দিয়ে মাঠে নামানো।’’
তিনি বলেন, ‘‘আপনাদের মূল কাজ হবে মাঠের পর্যবেক্ষকদের প্রস্তুত করা। তারা যদি দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারেন, তাহলে আমাদের কাছে ভুল বার্তা পৌঁছাবে।’’
ঢাকা/এএএম//