ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রশিক্ষণ কাজের মান বাড়ায়: ভূমি সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ২৬ নভেম্বর ২০২৫  
প্রশিক্ষণ কাজের মান বাড়ায়: ভূমি সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, দক্ষতা অর্জনের প্রধান উপায় হলো প্রশিক্ষণ। প্রশিক্ষণ কাজের গুণগত মান বাড়ায়। 

বুধবার (২৬ নভেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রশাসনিক, ব্যক্তিগত ও সমপর্যায়ের কর্মকর্তাদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সচিবালয় নির্দেশমালা ২০২৪-এর আলোকে নথি উপস্থাপনা, অনুমোদন, নথির শ্রেণিবিন্যাস, রেকর্ড ও সূচিকরণ, লেভেলের ব্যবহার, বরাত সূত্রের নির্দেশ বিষয়ক দুই দিনব্যাপী এ অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

এ এস এম সালেহ আহমেদ বলেছেন, আধুনিক সময়ে কাজের ধরন দ্রুত বদলে যাচ্ছে। প্রযুক্তি, ব্যবস্থাপনা ও সেবার মান সব ক্ষেত্রেই প্রতিনিয়ত নতুনত্ব আসছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কর্মীদের গুণগত মান বাড়াতে প্রশিক্ষণ অপরিহার্য ভূমিকা পালন করে। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের কাজের মৌলিক শর্ত হলো—সচিবালয় নির্দেশমালা ২০২৪ অনুযায়ী কাজ করা। নির্দেশনা, নীতিমালা কিংবা বিধিবিধান শুধু কাগজে-কলমে থাকার জন্য নয়; এগুলো বাস্তব কাজে প্রতিফলিত হলে সুশাসন, স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত হয়।

সত্যিকার অর্থে দেশপ্রেমিক কর্মচারীর অভাব রয়েছে, উল্লেখ করে সিনিয়র সচিব বলেন, নৈতিকতা ও দেশপ্রেম মাথায় রেখে কাজ করতে হবে। চাকরিক্ষেত্রে নানা সময় সুবিধার জন্য আমরা দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধ হই, আমাদের সেবা বাড়ানোর ক্ষেত্রেও ঐক্যবদ্ধ হতে হবে। দক্ষতার সাথে দায়িত্ব পালন করে রাষ্ট্রের অগ্রগতির অংশীদার হতে হবে। 

অনুষ্ঠানে অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. রায়হান কাওছার, উপ-সচিব (প্রশিক্ষণ ও শৃঙ্খলা) নাসরিন সুলতানা ও উপ-সচিব (প্রশাসন) মাসুদ কামাল উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়