ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নীতিমালা অনুযায়ী বাদ যাবে অনিয়মকারী সার ডিলার: কৃষি উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ২৬ নভেম্বর ২০২৫  
নীতিমালা অনুযায়ী বাদ যাবে অনিয়মকারী সার ডিলার: কৃষি উপদেষ্টা

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের যেসব এলাকায় এখনো সার ডিলার নেই, সেখানে দ্রুত নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। পূর্বের ডিলাররা নতুন নীতিমালা অনুযায়ী বহাল থাকলেও অনিয়মের সাথে জড়িতরা বাদ পড়বেন।

বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভা শেষে দেশের কৃষির সার্বিক পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা জানান, আলুর দাম কমে যাওয়ায় চলতি মৌসুমে অনেক কৃষক ক্ষতির মুখে পড়েছেন। আমন ধান কাটার কাজ প্রায় পঞ্চাশ শতাংশ সম্পন্ন হয়েছে। অনুকূল আবহাওয়া ও মাঠের অবস্থার কারণে এবার আমনের বাম্পার ফলনের আশা করা যাচ্ছে।

সারের মজুত সম্পর্কে তিনি বলেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং সরবরাহে কোনো সমস্যা নেই। গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে সারের দামের কোনো সম্পর্ক নেই বলেও তিনি উল্লেখ করেন। কৃষক ন্যায্যমূল্যে সার পাবেন- এ বিষয়ে সরকার সচেষ্ট বলেও জানান তিনি।

পেঁয়াজের বাজার পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, বাজারে অস্থিরতা দেখিয়ে কিছু মহল আমদানির অনুমতির জন্য চাপ দিচ্ছে। তবে দেশীয় উৎপাদন ও কৃষকের স্বার্থ বিবেচনায় সরকার আপাতত আমদানির অনুমতি দিচ্ছে না। গ্রীষ্মকালীন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে এবং আগামী মাস থেকে পূর্ণমাত্রায় উঠতে শুরু করলে কোনো সংকট থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাগুলোর চলমান নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছভাবে সম্পন্ন হবে বলে উপদেষ্টা মন্তব্য করেন।

সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়