ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচন করব; কিন্তু কোথা থেকে, সে ঘোষণা দিইনি: আসিফ মাহমুদ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২২, ২৭ নভেম্বর ২০২৫   আপডেট: ২১:২৪, ২৭ নভেম্বর ২০২৫
নির্বাচন করব; কিন্তু কোথা থেকে, সে ঘোষণা দিইনি: আসিফ মাহমুদ

বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিং করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন যে, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তবে, কোন দল থেকে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনো ঘোষণা করেননি তিনি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচন করব ঘোষণা দিয়েছি, কিন্তু কোথা থেকে করব, সেই ঘোষণা এখনো দিইনি।

নির্বাচনে অংশ নিলে উপদেষ্টা পদ থেকে কবে পদত্যাগ করবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনে অংশ নেওয়ার আগে উপদেষ্টাদের পদত্যাগের প্রয়োজনীয়তা আছে।

উপদেষ্টা বলেন, শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা নই; আরো যারা আছেন, তাদের মধ্যেও কেউ কেউ নির্বাচনে অংশ নেবেন বলে কথা আছে। স্বার্থের সংঘাত এড়াতে নির্বাচনে অংশ নেওয়ার আগেই পদত্যাগ করা উচিত। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে জানাব।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অবশ্যই অনিয়ম হলে দুদক তদন্ত করতে পারে। তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে আমরা প্রস্তুত।

কোন দল থেকে প্রার্থী হবেন, জানতে চাইলে তিনি বলেন, এখন রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় নয়। যথাসময়ে আপনারা জানতে পারবেন।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়