ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেট্রোরেলের ছাদে ২ যুবক, চলাচল বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ৩০ নভেম্বর ২০২৫   আপডেট: ২১:৪২, ৩০ নভেম্বর ২০২৫
মেট্রোরেলের ছাদে ২ যুবক, চলাচল বন্ধ

রাজধানীর সচিবালয় স্টেশনে দুই যুবক মেট্রোরেলের ছাদে উঠে পড়ায় সাময়িকভাবে চলাচল বন্ধ রেখেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এটি নাশকতার চেষ্টা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আজ অবশিষ্ট সময়ের জন্য ট্রেন আর চলাচল করবে না।

রবিবার (৩০ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। রাত পৌনে ৯টার দিকে ডিএমটিসিএল প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, ট্রেনের ছাদে দুই ব্যক্তি উঠে পড়ায় চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেছেন, মেট্রোরেল সচিবালয় স্টেশনে দাঁড়ালে দুই ব্যক্তি ট্রেনের ওপর ওঠেন। বিষয়টি টের পেয়ে মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। তাদের একজন ট্রেনের ছাদে উঠে কিছুক্ষণ ছিলেন। আরেকজন পালিয়ে গেছেন। এটা নাশকতার চেষ্টা কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

তবে, কীভাবে নিরাপত্তাব্যূহ ভেঙে তারা ট্রেনের ছাদে উঠল, এ বিষয়ে কোনো তথ্য দেয়নি ডিএমটিসিএল। ওই দুই ব্যক্তির পরিচয়ও এখনো জানা যায়নি। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তাও জানায়নি মেট্রোরেল কর্তৃপক্ষ।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়