ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরো ৭৭ উপজেলায় নতুন ইউএনও

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ২ ডিসেম্বর ২০২৫  
আরো ৭৭ উপজেলায় নতুন ইউএনও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরো ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় আটটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের ইউএনও হিসেবে নিয়োগ দেয়।

এর আগে ২৬ নভেম্বর প্রথম দফায় ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছিল। দুই দফা মিলিয়ে এখন পর্যন্ত মোট ২৪৩ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ পেলেন। দ্বিতীয় দফায় ঢাকা বিভাগে ১৮, বরিশালে ৪, চট্টগ্রামে ৭, খুলনায় ১২, রংপুরে ১১, রাজশাহীতে ১৪, সিলেটে ৮ এবং ময়মনসিংহ বিভাগে ৩ উপজেলায় ইউএনও বদল বা নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইউএনও হিসেবে ন্যস্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ১৪৪-এর ক্ষমতা অর্পণ করা হলো। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগ দিতে হবে।

নির্ধারিত সময়ে যোগদান না করলে সেদিন বিকেলেই তাদের বর্তমান দপ্তর থেকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে। কোনো কর্মকর্তার দপ্তর এরইমধ্যে পরিবর্তন হয়ে থাকলে তিনি বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দেবেন বলে প্রজ্ঞপনে উল্লেখ করা হয়েছে।

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়