১১ দিন পর চালু হাদির ইনকিলাব কালচারাল সেন্টার
জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার পরিচালিত ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছিল গত ১৩ ডিসেম্বর। ১১ দিন পর আজ ফের চালু হচ্ছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ইনকিলাব কালচারাল সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।
ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া বলা হয়, ইনকিলাব কালচারাল সেন্টার যথানিয়মে পাঠক, দর্শনার্থী ও ক্রেতাসাধারণের জন্য খোলা থাকবে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। রবিবার সাপ্তাহিক বন্ধ।
প্রসঙ্গত, ইনকিলাব কালচারাল সেন্টার একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম, যা জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠে। রাজধানীর বাংলামোটরে এর কার্যক্রম চলে।
ঢাকা/রায়হান/ফিরোজ