ঢাকা     বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে উত্থান, কমেছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ২৪ ডিসেম্বর ২০২৫  
শেষ কার্যদিবসে পুঁজিবাজারে উত্থান, কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের চতুর্থ ও শেষ কার্যদিবস বুধবার (২৪ ডিসেম্বর) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। তবে, পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। বুধবার সকাল থেকে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে ডিএসইএক্স সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত তা ঊর্ধ্বমুখী অবস্থায় ছিল।

আরো পড়ুন:

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২২.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৮৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৬.০৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯.৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৭৮টি কোম্পানির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত আছে ৮৩টির।

এ দিন ডিএসইতে মোট ৩৩৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪০৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৭.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪০৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২১.১৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৪২ পয়েন্টে, শরিয়াহ সূচক ১.২৫ পয়েন্ট বেড়ে ৮৫৬ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৩.৯৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৪৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৬৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৭টি কোম্পানির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত আছে ২৫টির।

সিএসইতে ৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়