ঢাকা     বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বড়দিন নিয়ে তিন দিনের বন্ধে পুঁজিবাজার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ২৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৬:১৬, ২৪ ডিসেম্বর ২০২৫
বড়দিন নিয়ে তিন দিনের বন্ধে পুঁজিবাজার

শুভ বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের উভয় পুঁজিবাজার বন্ধ থাকবে।

বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎তথ্য মতে, শুভ বড়দিন উপলক্ষে দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে দেশের সকল ব্যাংক এবং নন-ব্যাংকিক আর্থিক প্রতষ্ঠানও, সেই সাথে পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে। দিনটি উৎযাপন উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

‎এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যক্রম বন্ধ থাকবে। এর পরের দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি। ফলে বৃহস্পতিবার থেকে শনিবার টানা তিন দিন পুঁজিবাজার বন্ধ থাকবে।

আরো পড়ুন:

রবিবার (২৮ ডিসেম্বর) থেকে যথানিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।

বড়দিন বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। জেরুজালেমের বেথেলহেম শহরের এক গোয়ালঘরে, দুই হাজার বারো বছর আগে মাতা মেরির গর্ভে জন্ম নেন যিশু। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুর জন্মদিনকে বড়দিন হিসেবে পালন করে তার অনুসারীরা। যা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবও। বড়দিন বা ক্রিসমাস উৎসবের প্রস্তুতি চলছে বেশ কয়েক দিন ধরেই। বিভিন্ন গির্জায় বানানো হয়েছে ক্রিসমাস ট্রি। নানা উপহার নিয়ে হাজির হবেন সান্তাক্লজরা। বাংলাদেশেও উৎসবটি যথাযোগ্য মর্যাদায় পালন করবে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন। ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে বড়দিনের আনন্দের ছোঁয়া। আজ মধ্যরাত থেকে শুরু হবে প্রার্থনা, গান। উৎসবের প্রস্তুতিও শেষ। গির্জা বাড়িঘর সাজানো হয়েছে নানা রঙে।

ঢাকা/এনটি/

ঢাকা/এনটি/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়