‘মার্চ ফর ইনসাফ’ শুরু
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি ‘মার্চ ফর ইনসাফ’ শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগ মোড় থেকে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা।
এ সময় তারা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘আমার ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা’, ‘জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘আওয়ামী লীগের চামড়া, তুলে নিবো আমরা‘, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, আজকের ‘মার্চ ফর ইনসাফ‘ শীর্ষক রোড মার্চটি শাহবাগের শহীদ হাদি চত্বর থেকে সায়েন্স ল্যাব মোড় ঘুরে সিটি কলেজের সামনে যাবে। সেখান থেকে মিছিলটি মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ের দিকে অগ্রসর হবে। এরপর রোড মার্চটি মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় প্রবেশ করবে। পরে দুপুর ২টা ৩০ মিনিটে উত্তরা বিবিএনএস সেন্টারের সামনে সংক্ষিপ্ত বিরতি নেবেন নেতাকর্মীরা।
এর পর বিকেল ৩টা ৩০ মিনিটে রোড মার্চটি বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক এলাকা অতিক্রম করে ৪টার দিকে বাড্ডা এলাকায় পৌঁছাবে। সেখান থেকে তারা ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে বেরিয়ে রামপুরার টিভি সেন্টারের দিকে অগ্রসর হবেন।
এর পর সন্ধ্যা ৬টার দিকে রোড মার্চটি যাত্রাবাড়ী পার্ক এলাকায় গিয়ে শেষ পর্বে প্রবেশ করবে। সবশেষে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পুনরায় শাহবাগ চত্বরে ফিরে এসে কর্মসূচির সমাপনী জমায়েত করবেন তারা।
ইনকিলাব মঞ্চের চার দাবি হলো:
১. শরিফ ওসমান হাদির খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগিতাকারী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।
২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।
৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।
৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।
ঢাকা/রায়হান/রফিক