ঢাকা     রোববার   ১৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসির সামনে ছাত্রদলের অবস্থান, ৩ ইস্যুতে কড়া হুঁশিয়ারি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ১৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:২১, ১৮ জানুয়ারি ২০২৬
ইসির সামনে ছাত্রদলের অবস্থান, ৩ ইস্যুতে কড়া হুঁশিয়ারি

রবিবার দুপুরে ইসির সামনে অবস্থান কর্মসূচি পালনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।

পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব, বিশেষ রাজনৈতিক দলের চাপে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের সিদ্ধান্তের ব্যাপারে আপত্তি তুলে নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান ও বিক্ষোভ করেছে ছাত্রদল। তিন ইস্যুতে রাতেও নির্বাচন কমিশন ঘেরাও করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকার আগারগাঁওয়ে ইসি কার্যালয়ের সামনে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা।  এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। 

আরো পড়ুন:

ঘটনাস্থল থেকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, “পোস্টাল ব্যালট নিয়ে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব খাটানোর প্রমাণ পাওয়া গেছে।”

তিনি বলেন, “আমরা দেখেছি একটি নির্দিষ্ট গোষ্ঠী ব্যালট পেপার নিয়ে প্রভাব বিস্তার করছে। ইসির ভেতরে যারা আছেন, তারা বিষয়টি সম্পর্কে অবগত নন, এমনটা হতেই পারে না। তাদের প্রত্যক্ষ মদদেই এসব ঘটনা ঘটছে।”

হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, “আমাদের দাবি মানা না হলে এই কর্মসূচি আরো কঠোর হবে এবং প্রয়োজনে সারারাত ইসি ঘেরাও করে অবস্থান চালানো হবে।”

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার অভিযোগ করে বলেন, “পোস্টাল ব্যালটে অনিয়মের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। জাতীয় নির্বাচনের আগে কীভাবে ছাত্র সংসদ নির্বাচনের অনুমতি দেওয়া হলো,এ প্রশ্নের উত্তর ইসিকে দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ইসি কার্যালয়ের সামনে থেকেই সরবেন না।”

তিনি বলেন, “ছাত্রদলের নেতাকর্মীরা অতীতেও আন্দোলনে সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে। প্রয়োজন হলে আবারো রাজপথে নামবে, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরবে না।”

ছাত্রদলের যেসব অভিযোগে কর্মসূচি পালন করছে সেগুলো হলো, 

১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে।

৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

ঢাকা/এএএম/ইভা

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়