ঢাকা     বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরা জেলাকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করে প্রজ্ঞাপন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ২৮ জানুয়ারি ২০২৬  
সাতক্ষীরা জেলাকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করে প্রজ্ঞাপন

সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরির জেলা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছে।

আরো পড়ুন:

প্রজ্ঞাপনে জানানো হয়, গত ২০ জানুয়ারি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় বিশেষ বিবেচনায় সাতক্ষীরাকে ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে অনুমোদন দেওয়া হয়। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে প্রাপ্যতা অনুযায়ী সাতক্ষীরায় জনবল বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিকারের সিদ্ধান্তের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি সাংবাদিকদের জানান, সাতক্ষীরায় সুন্দরবনের একটি বড় অংশ রয়েছে এবং ভোমরা স্থলবন্দর বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দরে পরিণত হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সাতক্ষীরাকে দেশের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জেলা হিসেবে দেখা হচ্ছে। ফলে জেলাটিকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ ২০২০ সালের ৬ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ দেশের জেলা শ্রেণিবিন্যাস হালনাগাদ করে একটি পরিপত্র জারি করেছিল।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ৮টি বা তার বেশি উপজেলা নিয়ে গঠিত জেলাকে ‘এ’ ক্যাটাগরি, ৫ থেকে ৭টি উপজেলা থাকলে ‘বি’ ক্যাটাগরি এবং ৫টির কম উপজেলা থাকলে ‘সি’ ক্যাটাগরির জেলা হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এছাড়া, ভৌগোলিক অবস্থান ও কৌশলগত গুরুত্বের কারণে কোনো কোনো জেলাকে বিশেষ ক্যাটাগরি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়