Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৯ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৪ ১৪২৮ ||  ০৯ সফর ১৪৪৩

ছবিতে পর্তুলিকা ফুল 

সাইফুল্লাহ হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ২৮ জুলাই ২০২১   আপডেট: ১৫:১৮, ২৮ জুলাই ২০২১
ছবিতে পর্তুলিকা ফুল 

পর্তুলিকা ফুল। প্রতিদিন যার ঘুম ভাঙে সকাল ৯টায়। সারাদিন সুভাস ছড়িয়ে দেয় সবার মাঝে। লাল, হলুদ, গোলাপীসহ নানা রঙের হয়ে থাকে এই ফুল। এবারের ফটো ফিচারের ডালি সাজানো হয়েছে বাহারি ফুল দিয়ে। ছবিগুলো তুলেছেন রাইজিংবিডির মৌলভীবাজারের প্রতিনিধি সাইফুল্লাহ হাসান। 

এই ফুলের অনেকগুলো নাম আছে। এদের মধ্যে উল্লেখযোগ্য রোজ মস, মেক্সিকান গোলাপ, মস রোজ, ভিয়েতনামের গোলাপ, পর্তুলিকা, পরতিউলাকা, পুর্তলিকা

ছোট্ট এই ফুলটির চারপাশ চিকন চিকন পাতায় ঘেরা থাকে। নানান রঙের পাপড়িতে বেষ্টিত এ ফুল। পাপড়িগুলো খুবই পাতলা হয়ে থাকে

ফুলটি দেখতে যেমন সুন্দর ঘ্রাণও তেমন

প্রথমে বীজ থেকে এই ফুলের গাছ হয়। তারপর একটু বড় হলে ডাল নিয়ে অন্যত্র রোপন করে ফুল গাছের সংখ্যা বাড়ানো হয়। এরপর ৫/৭ দিনের মথায় গাছে ফুল আসে। 

আকাশের সাথে কইবো কথা। আকাশের নীল রং যেন পর্তুলিকার সৌন্দর্য‌ বাড়িয়ে দিয়েছে

এই ফুলটি বাসার ছাদে, ঘরের বেলকনিতে টবে টাঙিয়ে রাখেন অনেকে

ডিম শুধু বাচ্চা দেয় না দেখি। কোনো এক ফুলপ্রেমী ডিমের খোসায় লাগিয়েছেন ফুল গাছ

মেঘলা আকাশ। এরমধ‌্যেই সূর্য আর ফুলের চলছে লুকোচুরি খেলা 

সর্বশেষ

পাঠকপ্রিয়