আলোচিত সুস্মিতাকে কতটা জানেন?
ভারতীয় বাংলা সিনেমার গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। নায়িকা সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে তোলা তার একটি সেলফি নিয়ে তোলপাড় চলছে অন্তর্জালে। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নেটিজেনদের দাবি—“পরকীয়া প্রেমে জড়িয়েছেন সৃজিত।”
এ গুঞ্জন নিয়ে তোলপাড় হওয়ার মাঝে নীরবতা ভাঙেন সৃজিত মুখার্জি। কেবল সৃজিত নন, একরাশ বিরক্তি নিয়ে নায়িকা সুস্মিতাও মুখ খুলেন। তবে এই গুঞ্জন, সত্য নয় বলেই তাদের মত।
১৯৯৭ সালের ৮ জুলাই ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে জন্মগ্রহণ করেন সুস্মিতা চ্যাটার্জি। সেখানেই তার বেড়ে ওঠা। ইঞ্জিনিয়ারিং পড়তে কলকাতায় পাড়ি জমান তিনি। কলকাতার একটি কলেজ থেকে ইলেকট্রনিক্স বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। ইঞ্জিনিয়ার হলেও বিনোদন দুনিয়ার প্রতি আকর্ষণ বোধ করেন সুস্মিতা। সেখান থেকেই মডেলিং শুরু করেন। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন এই অভিনেত্রী।

২০১৯ সালে সুস্মিতা চ্যাটার্জি মডেল হিসেবে যাত্রা শুরু করেন। অল্প সময়ের মধ্যে ফ্যাশন দুনিয়ায় নিজের পরিচিতি তৈরি করেন। নিজেকে একজন চাহিদাসম্পন্ন মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেন।
২০২১ সালে চলচ্চিত্রে পা রাখেন সুস্মিতা চ্যাটার্জি। রোমান্টিক-ড্রামা ঘরানার ‘প্রেম টেম’ তার অভিষেক চলচ্চিত্র। এতে নায়িকা হিসেবে অভিনয় করেন। এটি পরিচালনা করেন অনিন্দ্য চ্যাটার্জি। সিনেমাটি মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ান এই অভিনেত্রী।
বড় পর্দায় অভিষেকের বছরই ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন সুস্মিতা চ্যাটার্জি। ‘ম্যারাডোনার জুতো’ সুস্মিতার প্রথম ওয়েব সিরিজ। এটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। পরের বছরই পরপর তিনটি সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।
২০২২ সালে সুস্মিতা অভিনীত তিনটি সিনেমা মুক্তি পায়। এগুলো হলো—‘পাকা দেখা’, ‘কাছের মানুষ’, ‘খেলা যখন’। পরের বছর চারটি সিনেমায় অভিনয় করেন তিনি। এগুলো হলো, ‘জয় কালী কলকাত্তাওয়ালি’, ‘চেঙ্গিজ’, ‘শিবপুর’, ‘মানুষ’। এসব সিনেমায় সহশিল্পী হিসেবে পান জিৎ, পরমব্রত, স্বস্তিকা চ্যাটার্জির মতো তারকাদের। ‘চেঙ্গিজ’ সিনেমা সুস্মিতাকে ব্যাপক জনপ্রিয়তার দিকে নিয়ে যায়।
চলতি বছরে মুক্তি পায় ‘মৃগয়া’ সিনেমা। অভিরূপ ঘোষ নির্মিত এ সিনেমার আইটেম গানে পারফর্ম করেন সুস্মিতা। ‘শোর মচা’ শিরোনামের গানে পান্না সবুজ রঙের সিক্যুইন ব্রালেট আর লম্বা ঝুলের স্কার্টে মাত করেন দর্শকদের।
সৃজিত মুখার্জি নির্মাণ করছেন ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমা। এতে শুভশ্রী গাঙ্গুলি অভিনয় করছেন। সিনেমাটিতে দেখা যাবে সুস্মিতা চ্যাটার্জিকেও। এ সিনেমার শুটিংয়ের ফাঁকে এক ফ্রেমে ধরা দেন সুস্মিতা-সৃজিত। সেই ছবিকে কেন্দ্র করে তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়।
ঢাকা/শান্ত