ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স‌ম্মি‌লিতভা‌বে ক‌রোনা মোকা‌বিলার দা‌বি জাপার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৩, ১৬ জুলাই ২০২১  
স‌ম্মি‌লিতভা‌বে ক‌রোনা মোকা‌বিলার দা‌বি জাপার

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ব‌লেছেন, ‘করোনা মহামারি ছোট বিষয় নয়। সারা পৃথিবী ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবিলা করছে। বাংলাদেশেও সব রাজনৈতিক দল, এনজিও এবং পেশাজীবীদের নিয়ে করোনা মোকাবিলা করতে হ‌বে।’

শুক্রবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় যুব সংহতি আয়োজিত স্মরণসভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জিএম কা‌দের ব‌লেন, ‘জাতীয় পার্টির পক্ষ থেকে সরকারকে চিঠি দিয়ে বলা হয়েছে, করোনা মোকাবিলায় আমরা সরকারের যেকোনো কর্মকাণ্ড সফল করতে আগ্রহী।’

জাতীয় যুব সংহতির আহ্বায়ক এইচএম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে এবং জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহিনের সঞ্চালনায় স্মরণসভায় জিএম কাদের আরও বলেন, ‘পৃথিবীর প্রায় সব রাষ্ট্র দেশের মানুষকে টিকা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে। কিন্তু আমাদের দেশের টিকা নিয়ে কেউ কিছু বলতে পারছে না। যেখানে ২৭ থেকে ২৮ কোটি ডোজ টিকা দরকার, সেখানে রেডিও-টিভিতে সরকার ঘোষণা করছে, ৫ লাখ ডোজ, ১০ লাখ ডোজ টিকা আসছে। বাকি টিকা কখন, কোথা থেকে আসবে, তা কেউ জানে না। এটা অত্যন্ত হতাশাজনক।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য মো. রেজাউল ইসলাম ভুইয়া, দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা মো. জহিরুল আলম রুবেল, হারুন আর রশীদ, ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, জিয়াউর রহমান বিপুল, মাঈন উদ্দিন মাইনু প্রমুখ।

উপস্থিত ছিলেন—১ নম্বর যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, শারমিন পারভীন লিজা, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম, মো. দ্বীন ইসলাম শেখ, কেন্দ্রীয় সদস্য মিনি খান, সীমানা আমির, ওমর আলী খান মান্নাফ, সুজন, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মামুন, ছাত্রনেতা- রুহুল আমিন গাজী বিপ্লব, ফকির আল মামুন প্রমুখ।

নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়