ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

‘খালেদা জিয়া মৌলিক অধিকার থেকে বঞ্চিত’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ২০ নভেম্বর ২০২১   আপডেট: ১৬:১৫, ২০ নভেম্বর ২০২১
‘খালেদা জিয়া মৌলিক অধিকার থেকে বঞ্চিত’

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅনশন কর্মসূচি

‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, দুই বারের বিরোধী দলীয় নেত্রী। তিনি বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে যে মৌলিক অধিকার পাওয়ার কথা, তা থেকে তিনি বঞ্চিত।’

শনিবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅনশন কর্মসূচিতে এসব কথা বলেছেন দলটির নেতারা।

বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল ৯ টায় শুরু হওয়া গণঅনশন চলবে বিকেল ৪টা পর্যন্ত।

কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেন, ‘বেগম জিয়ার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে সরকারের কাছে বারবার আবেদন করলেও ফ্যাসিস্ট সরকার সুযোগ দিচ্ছে না। আজকের এ কর্মসূচি ১৬ কোটি মানুষের।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘খালেদা জিয়া অসুস্থ। তার চিকিৎসার সুব্যবস্থা নেই। সরকার মিথ্যা অজুহাত দেখিয়ে তাকে সে অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। এটা চলতে পারে না।’

নাগরিক ঐক‌্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বিএনপির যেকোনো কর্মসূচিতে আগেও সংহতি জানিয়েছি, সামনেও জানাবো। আমি মনে করি, আজকের কর্মসূচি শেষ কর্মসূচি নয়। সামনে আরও কর্মসূচি করা হবে। সেই কর্মসূচিতে আমি, আমার দল নাগরিক ঐক‌্য অংশগ্রহণ করবে।’

তিনি বলেন, ‘এই অবৈধ সরকারকে যতদিন না নামাতে পারব, ততদিন আন্দোলন চলবে। আমরা নাগরিক ঐক্য আপনাদের সাথে থাকব। এই সরকারের কাছে দাবি জানিয়ে লাভ হবে না। এই সরকারের গলায় গামছা লাগিয়ে দাবি আদায় করতে হবে।’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম রব বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা করাচ্ছে না সরকার। অথচ, জেলখানায় ফাঁসির আসামির বিয়ে পড়ানো হয়। ফাজলামির একটা সীমা আছে। আওয়ামী লীগ সারাজীবন ক্ষমতায় থাকতে পারবে না।’

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় গণঅনশন কর্মসূচিতে আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব প্রমুখ।

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে স্লোগানে স্লোগানে অনশনস্থল মুখরিত করে তোলেন বিএনপির নেতাকর্মীরা।

সাওন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়