ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে গিয়ে অগ্নিকাণ্ডে আহতদের রক্ত দিলেন ববি হাজ্জাজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ৬ জুন ২০২২  
চট্টগ্রামে গিয়ে অগ্নিকাণ্ডে আহতদের রক্ত দিলেন ববি হাজ্জাজ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার জন্য রক্তদান কর্মসূচিতে অংশ নিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। চট্টগ্রামে গিয়ে আহতদের জন্য রক্ত দিয়েছেন তিনি। তার দলের নেতাকর্মীরাও রক্তদান কর্মসূচিতে অংশ নিয়েছেন।

সোমবার (৬ জুন) দুপুরে ববি হাজ্জাজের নেতৃত্বে এনডিএমের একটি প্রতিনিধিদল ঢাকা থেকে চট্টগ্রামে যায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজ-খবর নেন তিনি। পরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ববি হাজ্জাজ।

আরো পড়ুন:

আহতদের উন্নত চিকিৎসা এবং যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘প্রতিটা অগ্নিকাণ্ডের নেপথ্যে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর গাফিলতি স্পষ্ট প্রতীয়মান হলেও সমাধানের জন্য নেই কোনো উদ্যোগ। বিএম কনটেইনার ডিপোর মালিক আওয়ামী লীগের নেতা বলেই কি এখানে কোনো যথাযথ পরিদর্শন ছিল না? বিস্ফোরক অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে পর্যাপ্ত লোকবল নেই?’

দমকল বাহিনীর নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেছেন ববি হাজ্জাজ। তিনি বিশ্বমানের অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং শিল্পাঞ্চলগুলোতে জরুরি সময়ের জন্য পানির উৎস তৈরির দাবি জানিয়েছেন।

এনডিএমের প্রতিনিধিদলে ছিলেন যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. এমরান চৌধুরী, কেন্দ্রীয় যুবনেতা আদনান সানি, ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা জুয়েল, সদস্য সচিব মুফতি শেখ মো. ফরিদ প্রমুখ।

নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়