ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

ঢিলেঢালা চলছে হরতাল, যান চলাচল স্বাভাবিক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ২৫ আগস্ট ২০২২  
ঢিলেঢালা চলছে হরতাল, যান চলাচল স্বাভাবিক

অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট

জ্বালানি তেল, সার, খাদ্যসহ নিত্যপণ্যের দাম, পরিবহন ভাড়া কমানোর দাবিতে এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে হরতালের সমর্থনে জোটের নেতাকর্মীরা পল্টন এলাকায় মিছিল করেছেন। সকাল ৬টা থেকে হরতাল শুরু হলেও রাজধানীর শাহবাগ, নিউমার্কেট, আজিমপুর, জিরো পয়েন্ট, প্রেসক্লাব, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকায় স্বাভাবিকভাবে চলছে যানবাহন।

গণপরিবহন চলছে অন্যদিনের মতো। ছবি: মেসবাহ আজাদ

নতুন অফিস টাইম সকাল আটটা থেকে হওয়ায় অন্যান্য দিনের মতো সকাল থেকেই গণপরিবহনসহ সব ধরনের যানবাহন দেখা গেছে। 

শাহবাগ এলাকায় অফিসগামী মনিরুল ইসলাম বলেন, বেসরকারি অফিসে কাজ করি। যাই কিছু হোক, আমাদের অফিস করতে হবে। অফিসে না গিয়ে উপায় নেই। তবে বাম দলের ডাকা আজকের এই হরতাল যেহেতু কিছু যৌক্তিক দাবি নিয়ে, তাই এই হরতাল সমর্থন করি।

হরতালের কারণে যাতে কোনো রকমের নাশকতা না হয়, সেজন্য রাজধানীর বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২৪ আগস্ট) রাত ১১টার আগে রাজধানীর পল্টন এলাকায় হরতালের সমর্থনে অগ্নিসংযোগের ঘটনার পাশাপাশি কয়েকটি যানবাহনে ভাঙচুর হয়েছে বলে জানা গেছে।
 

/মেয়া/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়