ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপির কেন্দ্রীয় নেতা কাকন হাসপাতালে ভর্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ১৫ এপ্রিল ২০২৪  
বিএনপির কেন্দ্রীয় নেতা কাকন হাসপাতালে ভর্তি

ডা. পারভেজ রেজা কাকন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

সোমবার (১৫ এপ্রিল) চিকিৎসকের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

আরো পড়ুন:

শায়রুল কবির বলেন, বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন গতকাল (রোববার) সকালে ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। তাকে তাৎক্ষণিকভাবে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

শায়রুল আরও জানান, ডা. কাকনের হার্টে ব্লক ধরা পড়েছে। চিকিৎসকরা তার হার্টে তিনটি রিং পরিয়েছেন। বর্তমানে তিনি ভালো আছেন। ডা. কাকনের দ্রুত আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ডা. কাকনের দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন বলেও জানান শায়রুল কবির খান।

/মেয়া/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়