রওশনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
ব্যক্তির একগুয়েমির কারণে দল বারবার বিভক্ত হচ্ছে: কাজী মামুন
কাজী মামুনুর রশীদ। ফাইল ছবি
নেতায় নেতায় দ্বন্দ্বের কারণে বর্তমানে খণ্ডিত জাতীয় পার্টি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না মন্তব্য করে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বেগম রওশন এরশাদের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (রওশন) মহাসচিব কাজী মামুনুর রশীদ।
মঙ্গলবার (৮ জুলাই) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
কাজী মামুনুর রশীদ বলেন, “খণ্ড খণ্ড হয়ে পল্লীবন্ধু এরশাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না। বারবার বিভক্তির মাধ্যমে সংগঠনের অস্তিত্ব সংকট তৈরি হয়েছে। স্বৈরাচারী মনোভাব, ব্যক্তি স্বার্থ ও একগুয়েমির কারণে দল বারবার বিভক্ত হচ্ছে।”
তিনি বলেন, “আজ দলের নেতৃত্ব সংকট তৈরি হয়েছে। এর থেকে পরিত্রানের উপায় বের করতে হবে আমাদের। সব পক্ষকে এক টেবিলে বসে জাতীয় পার্টিকে নতুন করে সংগঠিত করতে হবে। আমরা আমাদের ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস ভুলে গিয়েছি। আমরা ব্যক্তি স্বার্থের জন্য আদর্শ থেকে বিচ্যুত হচ্ছি। কিন্তু দলকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করার জন্য যে ব্যাক্তির অগ্রণী ভূমিকা পালন করা উচিত তিনি তা করছেন না, বরং তার কার্যকলাপ দেখে মনে হয় নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তারের চেষ্টায় ব্যস্ত তিনি। এর থেকে বেরিয়ে আসতে হবে। নতুবা দল ধ্বংসের জন্য দায়ীদের তৃণমূল নেতাকর্মীরা কখনো ক্ষমা করবে না।”
দ্বন্দ্ব ও স্বার্থের কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে সারা দেশের নেতাকর্মীদের মনোবল ভেঙে পড়ছে জানিয়ে কাজী মামুন বলেন, “খণ্ডিত জাপা কখনো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না, তাই দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ জাতীয় পার্টির কোনো বিকল্প নেই।”
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ