জাতীয় সমাবেশ টার্নিং পয়েন্ট
শহীদের রক্তস্নাত বাংলায় ইসলামী পতাকা উত্তোলন সবার চাওয়া: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
“আমাদেরকে ত্রয়োদশ নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে। শহীদের রক্তস্নাত বাংলায় ইসলামী পতাকা উত্তোলন এবং ইসলামী ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ সবার চাওয়া-পাওয়া। জাতীয় সমাবেশ হলো তার টার্নিং পয়েন্ট।”
শুক্রবার (১১ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত বিশেষ সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “আমরা ইতিহাসের বিশেষ একটি সময় অতিবাহিত করছি। ১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নে ঢাকা মহানগরী উত্তরের সব জনশক্তিকে এখন থেকে ভূমিকা রাখতে হবে।”
মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “আমার জীবন, চিন্তা-চেতনা, অনুভূতি সবই আল্লাহর জন্য। সবকিছুর মালিক আল্লাহ। সবকিছু আল্লাহর নিয়ম-বিধিতে চলবে, এটাই চিরন্তন বাস্তবতা। আর শপথের মাধ্যমে আমাদের জীবনকে সেই মহান সত্তার কাছে সোপর্দ করেছি। মহান আল্লাহর নির্দেশের বাইরে যাওয়া যাবে না।”
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী সেক্রেটারি ড. রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত। দারসুল কুরআন পেশ করেন ড. মাওলানা আবুল কালাম আজাদ বাশার।
সমাবেশে ১০ হাজার পুরুষ ও নারী রুকন অংশ নেন।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ