ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অসুস্থ জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে নাহিদ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ৩১ জুলাই ২০২৫  
অসুস্থ জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে নাহিদ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে যান নাহিদ ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হৃদযন্ত্রের ব্লক সারাতে বাইপাস সার্জারির জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানের ইউনাইডেট হাসপাতালে যান নাহিদ ইসলাম। তার সঙ্গে ছিলেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এ সময় জামায়াতের আমিরের কেবিনে তারা একান্তে কথা বলেন।

আরো পড়ুন:

জামায়াত আমিরের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য জানান। তিনি জানান, বাইপাস সার্জারির জন্য আমিরে জামায়াতের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। যেটুকু রেজাল্ট হাতে পেয়েছেন, তাতে তিনি শারীরিকভাবে ফিট আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সব কিছু ঠিক থাকলে আগামী শনিবার তার অপারেশন হবে।
 

ঢাকা/রায়হান/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়