ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘গায়ের জোরে কারও মুখ বন্ধ করা যাবে না’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ৩০ আগস্ট ২০২৫  
‘গায়ের জোরে কারও মুখ বন্ধ করা যাবে না’

ঢামেক হাসপাতালে নুরকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণ থেকে সাংবাদিকদের বলেন, “বাংলাদেশে যাতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। গায়ের জোরে কারও মুখ বন্ধ করা যাবে না।”

তিনি বলেন, “আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করেছি। সে আন্দোলনে নুরুল হক নুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামীতেও একইভাবে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব এবং দেশে শান্তিপূর্ণ সহাবস্থান ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করব।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ আজ নয়, হাজার বছরের ইতিহাসে কখনও অত্যাচার-জুলুম সহ্য করেনি। তারা প্রতিবাদ করেছে, স্বাধীনতার জন্য বারবার যুদ্ধ করেছে। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী হতে হবে। সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। নির্বাচনের মাধ্যমে যে দল সংখ্যাগরিষ্ঠ হবে তারাই দেশ পরিচালনা করবে।”

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান উপস্থিত ছিলেন।

ঢাকা/রায়হান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়