ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নুরের ওপর হামলা পরিকল্পিত: রিজভী

মেডিকেল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ৩১ আগস্ট ২০২৫  
নুরের ওপর হামলা পরিকল্পিত: রিজভী

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।  

রবিবার(৩১ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন নুরকে দেখতে যান তিনি। 

সেখান থেকে বেরিয়ে হাসপাতাল প্রাঙ্গণে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি বলেন, “নুরের ওপর বিভৎসভাবে আক্রমণ করা হয়েছে। পূর্ব পরিকল্পিত ও টার্গেট করে আঘাত করা হয়েছে এবং তাদের উদ্দেশ্য ছিল নুরকে মেরে ফেলা। তার শরীরের আঘাতগুলো একটু ডানে-বামে লাগলে অনিবার্যভাবে মৃত্যু, তাকে আমরা জীবিত পেতাম না।” 

তিনি জানান, এর আগে নুরের ওপর ২২ বার হামলা হয়েছে। বগুড়া থেকে শুরু করে সে যেখানে গেছে সেখানেই ফ্যাসিবাদী সরকারের শিকার হতে হয়েছে। 

তিনি বলেন, “আমরা ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। সুষ্ঠু তদন্তের দাবি করছি।” 

শুক্রবার নুর কাকরাইলে কোনো সহিংসতা করেনি জানিয়ে তিনি বলেন, “এরপরও কার্যালয়ে ঢুকে আক্রমণ করা হয়েছে। ৫ আগস্টের পরাজিত শক্তি নানাভাবে বিষ দাঁত বসানোর চেষ্টা করছে। ঘটনাটির সাথে জিএম কাদের জড়িত আছেন কিনা জানি না। তারা আজকে বাংলাদেশের রাজনীতির কথা বলছে, অবাক কাণ্ড। যে লোক নির্বচানের আগে ভারতে গিয়ে ফিরে আসার পর বলেন, তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না। সেই লোক বাংলাদেশে রাজনীতি করে কীভাবে, রাজনীতির কথা বলে কীভাবে। এরা গভীর পানির ভেতর থেকে মাথা তুলে উঁকি দিচ্ছে।” 

গণঅধিকার পরিষদের দাবি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, এই দাবির সঙ্গে বিএনপি একমত কিনা এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, “এটি দল সিদ্ধান্ত নেবে।” 

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়